Nirbashoner Gaan
Anupam Roy, Anindya Chatterjee, Chandril Bhattacharya, Srijato Bandyopadhyay
বিকেলের একপ্রান্তে তুমি দাঁড়িয়ে
আমার ছায়া একদিন ছোঁবে তোমায়।
নির্বাসনে চুবিয়ে নিয়ে মাথা
ক্রমশ যেন যাচ্ছি চলে কোমায়।
মনখারাপকে দূরত্ব ভাগ করে
আংটির মতো সাজায় মধ্যমায়
এই গান তার মানে খুঁজে পাবে
তোমার আমার নিজস্ব তর্জমায়...
বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় এ শহরে
জাহাজেরা ঘুমে যায় উদাসী হাওয়ায় এ শহরে।
নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনি
সমুদ্রধ্বনি কোথাও বাজছে কি না
নির্জনতার মাঠটাকে কোনাকুনি
পেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছি না।
ছায়াটি আমার একটু তফাতে হাঁটো
যাও পেরিয়ে কোল্যাপসিবল্ টেনে
বিষণ্ণতার প্রহর করেছ ফিরি
কেউ দরদামে বসন্ত যদি কেনে।
বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় এ শহরে
জাহাজেরা ঘুমে যায় উদাসী হাওয়ায় এ শহরে।