Moner Ghore

Robiul Jibon

মনেরই ঘরেতে এক পড়শী এসেছে
ঈশারায় সে যে আমায় কাছে ডেকেছে
এই চোখে চোখ রেখে কি যেনো বলেছে
মনে হয় আমাকে সে ভালোবেসেছে

তার ছোঁয়াতে যেনো মরে যাই লজ্জায়
ঘুম আসে না শত এলোমেলো ভাবনায়
কি করি এখন আমি সুখেরই এ পাগলামী
দিনরাত সারাবেলা আমায় ঘিরে ধরেছে

এই জীবনে বুঝি এলোরে ফাগুন
স্বপ্নগুলো বেড়ে হয়েছে দ্বিগুণ
কোন পথে গিয়ে থামি জোৎস্নাস্নানে নামি
অনুভবে আমাকে সে ব্যাকুল করে ফেলেছে

Wissenswertes über das Lied Moner Ghore von LiZA

Wer hat das Lied “Moner Ghore” von LiZA komponiert?
Das Lied “Moner Ghore” von LiZA wurde von Robiul Jibon komponiert.

Beliebteste Lieder von LiZA

Andere Künstler von Alternative rock