Tumi Ashbe Bole

Tushar Hasan

তুমি আসবে বলে
জোনাকিরা দলে দলে কথা গেঁথেছে
কাছে ডাকবে বলে
তোমাকে আমাকে নিয়ে দেখ সুর বেঁধেছে
রাত জাগা পাখিরা সেই গান গেয়েছে
নাচবে বলে কত ফুল এসেছে
আমি আছি আছি বসে
কবে ডাকবে তুমি কাছে এসে

তোমাকে পথেরও দিশা দেখাবে বলে
সন্ধ্যাতারা জ্বলে রয়েছে
ঝিরিঝিরি বাতাসে খোলা চুলে
বসে আছি দুয়ার খুলে
ছাই রাঙা মেঘেরা এক ছবি একেছে
জোৎস্না স্নানে তারে মন দেখেছে

এখানে ছোট ছোট স্বপ্ন বুনে
বাঁচব মোরা আগামী দিনে
অধীর চোখে আমি প্রহর গুনে
ডাকছি তোমায় মনে মনে
বলে দাও এ কথা বল এ পৃথিবীকে
ভালবাসা যেন এমনি থাকে

Wissenswertes über das Lied Tumi Ashbe Bole von LiZA

Wer hat das Lied “Tumi Ashbe Bole” von LiZA komponiert?
Das Lied “Tumi Ashbe Bole” von LiZA wurde von Tushar Hasan komponiert.

Beliebteste Lieder von LiZA

Andere Künstler von Alternative rock