Tumi Mithye Bolle Ami Bujhe Jai [Original]
তোমার বাড়ির সামনে দিয়ে আমি যখন তখন যাই।
তোমায় একটু খানি দেখতে পেলে, দিনটা বড় ভালো যায়।
আমি জানি তুমি সব জানো, তবু আড়ালে কেন থাকো।
তুমি চাও না আমায় বোলো না, তুমি মিথ্যে বললে আমি বুঝে যাই।
তুমি মিথ্যে বললে, আমি বুঝে যাই।
তুমি মিথ্যে বললে, আমি বুঝে যাই।
জানি তোমার চারপাশে, হাজার প্রেমিকের ভিড়,
আমি দিব্যি বলছি, এক দুই তিন সত্যি হবো না অস্থির।
শুধু চাইছি, কোনো একলা রাস্তায়, তোমায় যদি পাই,
যা হবে হোক ঠিক বলে দেবো হেবি ভালোবাসি তোমায়।
তোমার মুখোমুখি এলে এ মন থমকে দাঁড়ায়।
আমার ছাপোষা যা টুকরো সাহস বেমক্কা পালায়।
তুমি ভাব দেখিয়ে চলে যাও, তবু ঠোঁটে হাসি রেখে দাও।
তুমি চাও না আমায় বোলো না, তুমি মিথ্যে বললে আমি বুঝে যাই।
তুমি মিথ্যে বললে, আমি বুঝে যাই।
তুমি মিথ্যে বললে, আমি বুঝে যাই।
হতে পারে তোমার মনে তে, ভালোবাসার একটু লাগলো ছোয়া।
লুকোচুরি খেলা শেষ করে, ধরা দিয়ে হতে বললে বেপরোয়া।
যা সত্যি নয়, মিছে ভাববো না, না না তোমার কথা ভাববো না।
অবুঝ মনকে সে কথা বোঝাই।
তোমার হাসি সুর তোলে এ মনের গিটারে।
আমার একলা রাতের জোনাকিরা শুনছে অঘোরে।
আমি জানি তুমি সব জানো, তবু আড়ালে কেন থাকো।
তুমি চাওনা আমায় বলোনা, তুমি মিথ্যে বললে আমি বুঝে যাই।
তুমি মিথ্যে বললে, আমি বুঝে যাই।
তুমি মিথ্যে বললে, আমি বুঝে যাই।