Modhyobitto Trap [Adrishyo Nagordolar Trip]
মধ্যবিত্ত ট্র্যাপ
১)
একটা গল্প বলছি শোনো
কোনো নতুন কিছু নয়
ক্যাপিটালিস্ট এই সমাজে
বেঁচে থাকতে লাগে ভয়।
বেঁচে থাকতে লাগে টাকা,
সেখানে বাড়ছে গ্যাপ,
তুমি এড়িয়ে চলতে শেখো
এই মধ্যবিত্ত ট্র্যাপ, এই মধ্যবিত্ত ট্র্যাপ।
২)
তুমি পড়াশোনা করে
একটা stable চাকরি চাও,
তাতে সপ্তাহে সাত দিন-ই
খেটে খেটে মরে যাও।
আর মাইনেও বাড়ে অল্প
জীবনটা লাগে drab
তুমি এড়িয়ে চলতে শেখো
এই মধ্যবিত্ত ট্র্যাপ, এই মধ্যবিত্ত ট্র্যাপ।
ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।
ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।
৩)
তুমি ব্যাঙ্কে টাকা রাখলে
সেই টাকা কমে যায়,
চুপি চুপি মুদ্রাস্ফীতি
তার গাদা, পেটি খায়।
তুমি লোন চাইতে গেলে
তোমায় করবে দূর ছাই,
নীরব আদানি হলে
তোমায় বানাবে জামাই, তোমায় বানাবে জামাই।
৪)
তোমার ডিগ্রি যতই থাকুক
আর মাইনেও হোক যতই
তোমার পুঁজি তো হবে না
কোনো ব্যবসায়ীর মতো।
আর businessman-এর টিক্কি
বাঁধে রাজনৈতিক নেতা,
তবে নেতার চেয়েও বড়
ধর্মগুরুদের মাথা, ধর্মগরুদের মাথা।
ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।
ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।
৫)
Middle class-এর স্বপ্ন
আমরা অল্প একটু চাই
যেন পাশের flat-এর বঙ্কার থেকে
অঙ্কে বেশি পাই।
তোমার মূল্যবোধই আসল
হারিয়ে ফেলো না
তোমার পিঠ দেওয়ালে ঠেকে
আর safe খেলো না, আর safe খেলো না।
ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।
ও ভাইয়েরা বোনেরা, ভাইয়েরা বোনেরা।